চীনে রুশ কয়লার আমদানি গত জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে রুশ কয়লা আমদানির পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মস্কোকে বিপাকে ফেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীন ও ভারতের মতো ক্রেতাদের কাছে ছাড়কৃত দামে কয়লা বিক্রিতে বাধ্য হয়েছে মস্কো।
এদিকে পশ্চিমাদের চাপ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে চীনের মিত্র মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি। এর গুণগত মান ভালো এবং খরচও কম। আগামী মাসের সেপ্টেম্বর থেকে জ্বালানি আমাদানি শুরু হবে।
ইউআর/