কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সেতুর টোল চাওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে টোল প্লাজায় কর্তব্যরত কর্মচারীদের পেটানোর অভিযোগ উঠেছে। এ সময় টোল প্লাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছাত্রলীগের হামলার পর সেতুর কর্মচারীরা তাদের ধাওয়া দেন। এতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সৈয়দ মাস উদ রুমী সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে মুজিব চত্বরে শোকসভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বেলা ১১টায় ওই কর্মসূচিতে যোগ দিতে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে রওনা দেয়।
টোল প্লাজার একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেতুর পশ্চিম প্রান্তে টোল প্লাজায় ছাত্রলীগের মোটরসাইকেল বহরকে থামানোর চেষ্টা করেন টোল আদায়ে দায়িত্বে থাকা কর্মচারীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল থেকে নেমে এক কর্মচারীকে কিলঘুষি মারতে থাকেন। অন্য কর্মচারীরা প্রতিবাদ করলে ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী এসে তাদের মারধর করতে থাকেন।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, মারধরের সময় টোলঘরে আদায় করা অর্থ একটি গামলা থেকে একজন তুলে নিচ্ছেন। সেখানেও দায়িত্বরত একজনকে মারধর করা হয়।
টোল প্লাজার কর্মচারীদের অভিযোগ, টোলের টাকা চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল থামিয়ে এক কর্মচারীকে মারধর শুরু করেন। বাধা দিতে এগিয়ে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে অন্য কর্মচারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন।
এ বিষয়ে কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘শোকসভায় যেতে দেরি হচ্ছিল বলে দ্রুত টোল প্লাজা দিয়ে যেতে চেয়েছিল সবাই। এ সময় টোল প্লাজার কর্মচারীরা বাধা দেন। ছাত্রলীগের পরিচয় দেওয়ার পর ক্ষিপ্ত হয়ে কটূক্তি করেন। এতে ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাতাহাতির একপর্যায়ে কর্মচারীরা পেছন থেকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে আহত করেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সেতুর টোল প্লাজার লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউআর/