কালবৈশাখী হতে পারে সন্ধ্যায়

আজ বৃহস্পতিবার দিনের মধ্যে যেকোনো সময় ঢাকাসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সন্ধ্যার পর হতে পারে কালবৈশাখী।

আবহাওয়াবিদ আব্দুর রহমান রহমান গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকেই মেঘলা আছে আকাশ। দিনের মধ্যে যেকোনো সময় বৃষ্টি হতে পারে। এই সময়টায় শুধু বৃষ্টি তো হয় না, সঙ্গে কিছু দমকা হাওয়াও বইতে পারে। আর কালবৈশাখী হলে সেটি সন্ধ্যার পর হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় এখনও হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img