চার বছর বাংলাদেশের যত খেলা

বাংলাদেশ দলের আগামী চার বছরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে (এফটিপি) ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ৩৪টি টেস্ট, ৫৯ টি ওয়ানডে আর ৫৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথমবারের মতো ইংল‍্যান্ডে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগারা।

বুধবার এফটিপি প্রকাশ করে আইসিসি জানায়, এই চক্রে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ৭৭৭টি আন্তর্জাতিক ম‍্যাচ খেলবে, যা গতবারের চেয়ে বেশি। ১৭৩ টেস্টের সঙ্গে রয়েছে ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি টি-টোয়েন্টি। গত চক্রে মোট ম‍্যাচ হয়েছিল ৬৯৪টি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এবারের চক্রে ভারতের সঙ্গে সব মিলিয়ে খেলবে ৪টি টেস্ট, ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৪টি করে টেস্ট এবং ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে খেলবে ২টি করে টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিউজিল‍্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সঙ্গে আছে ৯টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি।

বাংলাদেশ সবচেয়ে বেশি ম‍্যাচ খেলবে আয়ারল‍্যান্ডের বিপক্ষে। ৩ টেস্টের সঙ্গে আছে ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ টেস্টের পাশাপাশি ৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ টেস্টের সঙ্গে ৩ ওয়ানডে। প্রোটিয়াদের বিপক্ষে নেই কোনো টি-টোয়েন্টি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img