জম্মু ও কাশ্মীরের একটি নদীতে ভারতের নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ জন নিহত হয়েছে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।
মঙ্গলবারের ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, ওই সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।
পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।
ইউআর/