পারস্য উপসাগর থেকে চোরাই তেল বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান।
ইরানের হরমুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মুজতবা কাহরেমানি এ তথ্য জানিয়েছেন। খবর মেহের নিউজের।
দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট ২২ হাজার লিটার চোরাই তেল বহনকারী জাহাজটি আটক করেছে।
আটক জাহাজটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং এটির ক্রুদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।
ইরানের বিচার বিভাগের এ কর্মকর্তা বলেন, আটক চোরাকারবারিদের জেলজরিমানার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চোরাই তেল জব্দ করা হবে।
এর আগে আইআরজিসি গত জুন মাসে ইরানের আটটি প্রদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি চোরাচালানের একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সন্ধান পায় এবং এ কারবারে জড়িত সবাইকে আটক করে।
ইউআর/