আর্মেনিয়ার রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সেখানকার একটি খুচরা বাজারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছে।

ইয়েরেভানের মেয়রের মুখপাত্র লেভন সারদারিয়ান সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনতে কাজ করছেন।

রাজধানী শহরের কেন্দ্রস্থল থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ও ভিডিওতে বাজারে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে শহরের মেয়রের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণ এলাকায় আতশবাজির মজুত ছিল।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img