ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রামে ভয়াবহ লড়াই চলছে বলে দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে রাশিয়ার পিস্কি গ্রামটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল। এরপরও ইউক্রেনে সেখানে তীব্র লড়াই চলার দাবি করল।
ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুকে জানিয়েছে, দখলকারীরা ওলেক্সান্ড্রোপল, ক্রাসনোহরিভকা, আভদিভকা, মেরিঙ্কা এবং পিস্কির দিকে আমাদের সৈন্যদের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে চলছে তীব্র লড়াই।
সপ্তাহ খানেক আগেও রাশিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।
এদিকে, রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো।
ভিক্টর লিয়াশকো বলেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে গত সাড়ে ৫ মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহণেও বাধা দিয়ে আসছে রাশিয়া।
এর ফলে দখলকৃত শহর ও গ্রামগুলোতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ওষুধ পাঠানো যাচ্ছে না। এ সময় তিনি বলেন, রাশিয়ার এ আচরণ নিঃসন্দেহে একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধ।
ইউআর/