৫ সেপ্টেম্বর দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি

আগামী ৫ সেপ্টেম্বর দুইটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন তারা জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ করবে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তথ্য জানান।

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেপি’র সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। আর এ জন্য দায়িত্ব নেওয়ার পরপর বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করা শুরু করে নতুন কমিশন। প্রথম ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে মতবিনিময়ের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে কমিশন। ২৮টি দল সংলাপে অংশ নেয়। নয়টি দল ইসির ডাকে সাড়া দেয়নি।

এছাড়া আগস্টের পরে সংলাপের জন্য সময় দিতে পারবে বলে জানিয়েছিল জাতীয় পার্টি-জেপি। আর প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে পরবর্তীতে সময় চেয়েছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img