ইসরাইলের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনও।
গাজা উপত্যকায় ইসরাইলের তিন দিনের বর্বর আগ্রাসনের পর স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। খবর আলজাজিরা ও সিএনএনের।
যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করেছে মিসর সরকার। যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ আল-হিন্দি এক বিবৃতিতে রোববার জানান, মিসরের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কিছুক্ষণ আগে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।
তবে জিহাদ আন্দোলন বলেছে, যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরাইলে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখেন ফিলিস্তিনিরা।
গত শুক্রবার ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকায় হামলা শুরু করে। ইসরাইলি হামলায় জিহাদ আন্দোলনের দুই কমান্ডারসহ ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে আটটি শিশু রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের আগ্রাসনে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসনের জবাবে কয়েকশ রকেট ছুড়েছে জিহাদ আন্দোলন। এতে বেশ কয়েকজন ইসরাইলি আহত হন।
ইউআর/