শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে চলতি মাসেই রঙ্গিন পোশকে তিনটি ম্যাচ খেলবে টাইগাররা।
বুধবার বিকেলে বিবৃতির মাধ্যমে এই সূচি প্রকাশ করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ম্যাচই বসবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
আগামী ১৬ মে ঢাকায় নামবে শ্রীলঙ্কা দল। হোটেলে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে সফরকারীদের।
২১ মে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে লঙ্কানরা।
২৩, ২৫, ২৮ মে মিরপুরে বসবে ম্যাচগুলো। ২৯ মে ফিরে যাবে লঙ্কানরা।
চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচেই জয় তুলে ৩০ পয়েন্ট লাভ করে টাইগাররা।
১৩ দলের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলবে।
আগামী বিশ্ব আসরে সরাসরি খেলতে চাইলে ঘরের মাঠের সুবিধা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে এগিয়ে যেতে চাইবে তামিম ইকবাল নেতৃত্বাধীন দল।