তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন।
তার্কিস গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে আন্তর্জাতিক বিষয়াবলী এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন পুতিন-এরদোগান।
মাত্র দুই সপ্তাহ আগে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন তারা দুইজন।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর এ যুদ্ধ থামানোর জন্য শুরু থেকেই চেষ্টা করছে তুরস্ক।
যে কয়েকটি দেশ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রশমিত করতে প্রত্যক্ষভাবে কাজ করছে তুরস্ক তাদের মধ্যে একটি।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, শস্য নিয়ে আলোচনা করবেন পুতিন-এরদোগান। তবে তাদের মধ্যে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্যও আলোচনা হবে সেটি নিশ্চিত।
এদিকে ইরানে যখন সর্বশেষবার এ দুই নেতা বৈঠক করেন তখন তাদের মধ্যে সিরিয়া নিয়ে আলোচনা হয়।
তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া সিরিয়ার দুটি অঞ্চলে সামরিক অভিযান চালানোর প্রস্ততি নিচ্ছে দেশটির সেনাবাহিনী। তবে তিনি যেন কোনো অভিযান না চালান সেই অনুরোধ করেছে রাশিয়া-ইরান।
ইউআর/