ব্রাজিলের ফুটবলারকে বরখাস্ত

জাতীয় দলে অভিষেকের আগেই বরখাস্ত হলেন ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলা রেনান ভিক্তর দা সিলভা।

মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাককে ছেড়ে দিয়েছে ব্রাজিলের সাও পাওলোর ক্লাব পালমেইরাস।

এই ক্লাবটির হয়ে ২০২০ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন রেনান। এই মৌসুমে ধারে রেড বুল ব্রাগানতিনোর হয়ে খেলছিলেন তিনি। তবে এমন অভিযোগ পেয়ে ক্লাবটিও চুক্তি বাতিল করেছে তার সঙ্গে।

রেনান শুধু মদ্যপানই করেননি, মাতাল অবস্থায় লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে মেরে ফেলেছেন। সাও পাওলোতে এই দুর্ঘটনা ঘটান রেনান। দুর্ঘটনার সময় রেনান নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

ভুল লেনে গাড়ি তুলে দিয়ে বিপরীত দিক থেকে আসা ৩৮ বছর বয়সী এক মোটরবাইক আরোহীকে ধাক্কা দেন এই ডিফেন্ডার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এই হত্যাকাণ্ডের জন্য রেনানকে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। আপাতত প্রায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে জামিনে আছেন তিনি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img