রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে হামলা, যা বলল ইউক্রেন

ক্রিমিয়ায় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে, এই হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করে উপকূলীয় ওডেসা সামরিক অঞ্চলের মুখপাত্র সের্গি ব্রাচুক করেছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি লিখেছেন, দখলদারদের কাছ থেকে ক্রিমিয়ায় স্বাধীনতা অন্যভাবে করা হবে আর সেটা হবে আরও কার্‌যকর উপায়ে।

এদিকে, ভাসমান মাইনে উড়ে গেছে রাশিয়ার জাহাজ। বিষয়টি নিশ্চিত করে রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স মনিটরিং সেন্টারের প্রধান কর্নেল মিখাইল মেজিনসেভ বলেছেন, একটি ইউক্রেনীয় হাইড্রোগ্রাফিক জাহাজ দানিয়ুবের মুখে ভেসে যাওয়া একটি মাইনে উড়িয়ে দেওয়া হয়েছিল। জাহাজটি যখন ‘দানিউবের মুখে একটি জলাধারার গভীরতা পরিমাপ করছিল’ তখন এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার মতে, ১৬ দেশের ৭০ বিদেশি জাহাজ এখনো খেরসন, নিকোলায়েভ, চেরনোমর্স্ক, উচাকভ, ওডেসা ও ইউঝনি—এ ছয়টি বন্দরে অবরুদ্ধ রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img