ফ্রান্স সফরকালে দেশটির ভার্সাই নগরীর কাছে অবস্থিত ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়িখ্যাত’ প্রাসাদসময় শ্যাঁতো লুই ফোরটিনেই উঠেছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০১৫ সালে প্রিন্স সালমান বাড়িটি কিনেছিলেন। অবশ্য সে সময় বাড়ির ক্রেতার নাম জানা যায়নি। ২০১৭ সালে জানা যায় বাড়িটি প্রিন্স সালমানের।
ফরচুন ম্যাগাজিন তখন সেটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলে অভিহিত করেছিল। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি।
সে সময় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছিল, ঊনবিংশ শতাব্দীর একটি দুর্গকে ২০০৯ সালে পুনর্নির্মাণ করা হয়। বাড়িতে আছে সোনার তৈরি ঝরনা ও মার্বেলের মূর্তি। সৌদি যুবরাজের কাছে বিক্রি হওয়ার পর থেকেই শ্যাঁতো লুই ফোরটিন নামের বাড়িটিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।
২০১৫ সালের পর মালিকপক্ষ একবারের জন্যও সেখানে যায়নি বলে এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। তবে এবার ফ্রান্স সফরকালে প্রিন্স সালমান ওই বাড়িতেই উঠেছে বলে স্থানীয় সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
ইউআর/