দক্ষিণ আফ্রিকার ২৪ বছরের স্বপ্ন ধূলিসাৎ করে দিল বৃষ্টি

১-১ সমতায় রোববার সিরিজ নির্ধারণী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা।

জয় পেলেই দীর্ঘ ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেতেন প্রোটিয়ারা। সবশেষ ১৯৯৮ সালে ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দারুণ ব্যাটিং করছিল আফ্রিকার দেশটি। ইংলিশ বোলারদের তুলোধোনা বরে ৭৬ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক।

কিন্তু জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল দ. আফ্রিকার। কারণ বৃষ্টি বাগড়ায় জয় তো দূরের কথা নিজেদের ইনিংসই শেষ করতে পারেনি তারা।

প্রকৃতির কাছে হার মেনে ম্যাচটি শেষ হয়ে গেছে অমীমাংসিত অবস্থায়। ফলে ১-১ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ। শিরোপা ভাগাভাগি করেছে দুদল।

হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সফরকারী দ. আফ্রিকা।

জানেমান মালান ১১ ও রসি ফন ডার ডুসেন ২৬ রান করে আউট হন। ৯২ রানে অপরাজিত ছিলেন কুইন্টন ডি কক। এইডেন মারক্রাম করেন ২৪ রান।

এর পর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img