ইউরোপের দেশ হাঙ্গেরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে ইউক্রেন। হাঙ্গেরি রুশ প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। রুশ বার্তা সংস্থা আরটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞার অকার্যকরতা সম্পর্কে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মন্তব্য ‘রুশ প্রপাগান্ডার একটি ক্লাসিক উদাহরণ’ বলে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো রোববার দাবি করেছেন।
এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। এ কারণে এখন ইইউকে নতুন কৌশল নিতে হবে। যে কৌশলটি হবে শান্তি আলোচনা এবং যুদ্ধে জয়ের পরিবর্তে শান্তি চুক্তির একটি ভালো প্রস্তাব।
এক ফেসবুক পোস্টে ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নিকোলেঙ্কো বলেন, ‘নিষেধাজ্ঞা রাশিয়াকে নাড়া দেয়নি’ এই ধারণাটি ‘রুশ প্রপাগান্ডার একটি ক্লাসিক উদাহরণ’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন, নিষেধাজ্ঞা কার্যকর। কারণ তারা রাশিয়ান সামরিক বাহিনীর সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে হ্রাস’ করেছে।
ইউআর/