হামলার পরও প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

শুক্রবার রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি করে ইউক্রেন। এ চুক্তির শর্তে বলা হয়েছিল, শস্য রপ্তানির সময়টায় রাশিয়া বা ইউক্রেন কেউই কোনো বন্দরে হামলা চালাবে না।

কিন্তু একদিন না পার হতেই চুক্তি ভঙ্গ করে রাশিয়া। তারা ওডেসা বন্দরে মিসাইল হামলা চালায়। এতে করে চুক্তিটি অনিশ্চয়তায় পড়ে যায়।

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা ও চুক্তির শর্ত ভঙ্গ হওয়া সত্ত্বেও ইউক্রেন চুক্তি থেকে সরে যাবে না।

ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকোভ শনিবার ফেসবুকে পোস্টে বলেছেন, আমাদের বন্দরগুলো থেকে কৃষিপণ্য রপ্তানির প্রযুক্তিগত প্রস্তুতি অব্যহত রাখব।

অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকোভ ইউক্রেনের হয়ে শস্য চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে রাশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

রাশিয়া-ইউক্রেনের এ দুই মন্ত্রী অবশ্য একই টেবিলে বসেননি। তারা আলাদা আলাদাভাবে মধ্যস্থতাকারী তুরস্ক ও জাতিসংঘের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img