শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে অসামান্য অবদান রাখেন তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক।
তিনি ৫২৪ মিনিট ব্যাটিং করে ৪০৮ বলে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলেন। তার এই ঝলমলে ইনিংসের সুবাধে গলে শেষ ইনিংসে ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়ায় জয়ের নতুন ইতিহাস গড়ে পাকিস্তান।
কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতে, পাকিস্তানের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলেছেন আব্দুল্লাহ শফিক। এমনটা বলা যেতেই পারে।
কারণ, গলে কাল শফিক যে ইনিংস খেলেছেন (অপরাজিত ১৬০), সেটি টেস্টে সফল রান তাড়ায় সময়ের হিসাবে দীর্ঘতম ইনিংস। এবং দলকে জিতিয়ে মাঠে ছাড়েন।
এর আগে লঙ্কান ব্যাটার অরবিন্দ ডি সিলভা ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬০ মিনিট ব্যাটিং করেছিলেন।
এক টুইটে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘দুর্দান্ত ইনিংস। আমি অনেক দিন পর কোনো পাকিস্তানি ব্যাটারের কাছ থেকে এমন ইনিংস দেখলাম। এটি টেস্টে আমার দেখা পাকিস্তানি ব্যাটারদের অন্যতম সেরা ইনিংসগুলোর একটি। বিশেষ করে চতুর্থ ইনিংসে শফিক এটি করেছে, যখন উইকেট মোটেও অনুকূলে ছিল না।’
ইউআর/