এশিয়া কাপে ফেরার সম্ভাবনা সাইফউদ্দিনের

পিঠের পুরোনো চোট নিয়ে লম্বা সময় জাতীয় দলের বাইরে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেই তার ফেরার কথা ছিল।

কিন্তু আসন্ন জিম্বাবুয়ে সফরেও তাকে বিবেচনা করা হচ্ছে না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভাব্য আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে দেখা যেতে পারে সাইফউদ্দিনকে।

সাইফউদ্দিন বলেন, সামনের জিম্বাবুয়ে সিরিজে আমাকে হয়তো বিবেচনার রাখা হবে না। গত পরশু জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। ওনারা আমাকে এশিয়া কাপ নিয়ে পরিকল্পনা করতে বলেছেন। ইনশাআল্লাহ সময় লাগলেও ভালোভাবে ফিট হয়ে ফেরার জন্য কাজ করছি।

সাইফউদ্দিন আরও বলেন, নিজের কাজগুলো করছি, রিহ্যাব করছি। সব মিলিয়ে ফেরার প্রক্রিয়া ঠিক রাখার কাজ করছি। সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে ভারতে যেতে পারি। ২২ জুন শেষবার বোলিং করেছি। গত এক মাস বোলিং করিনি। রিহ্যাব করছি। নিজের কাছে ভালো অনুভব হচ্ছে।

এই পেস বোলিং অলরাউন্ডার আরও বলেন, বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলে ওনার সঙ্গে বসে ১-২ সপ্তাহের পরিকল্পনা নিয়ে কীভাবে এগোনো যায় ঠিক করব। জাতীয় দল নিয়ে উনি যেহেতু অনেক ব্যস্ত থাকেন, সব সময় ওনাকে পাওয়া বা কথা বলার সুযোগ হয়ে ওঠে না। উনি হয়তো আগামীকাল আসবেন, তখন বসে একটা পরিকল্পনা ঠিক করব। সামনে যেহেতু খুলনায় বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ আছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছিলাম, ওখানে একটা দুইটা ম্যাচ খেলে বুঝব কোন অবস্থায় আছি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img