ইউক্রেনের মিসাইল-কামান ধ্বংসের নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর

ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামান ধ্বংস করার জন্য রাশিয়ার সেনাবাহিনীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সের্গেই শোইগু ভোস্টক গ্রুপের কমান্ডারকে ‘শত্রুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি ধ্বংস’ করার জন্য হামলার নির্দেশ দেন।

সম্প্রতি কিয়েভের পশ্চিমা সরবরাহ করা একাধিক লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে ৩০টি রাশিয়ান লজিস্টিক এবং গোলাবারুদ ঘাঁটি সফলভাবে ধ্বংসের দাবির মধ্যেই এই নির্দেশের খবর সামনে এলো।

ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ওই গুদামে ন্যাটো দেশ থেকে সরবরাহ করা হারপুন মিসাইল ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন।

সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।

ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শোইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া ইউক্রেনের সেনারা দোনবাসের বেসামরিক জনগণের ওপর যে গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img