হজকিন্স ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি বাঁচতে চান।
বর্তমানে তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া।
অধ্যাপক আ ফ ম জাকারিয়া যুগান্তরকে জানান, ইফতির চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। ব্রেস্ট টিউমার ও ক্যান্সারের কেমোথেরাপির জন্য আপাতত এ টাকাগুলোর প্রয়োজন।
দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই ইফতিকে বাঁচাতে পরিবার ও বিভাগের পক্ষ থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা বিভাগের পক্ষ থেকে তাকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সবাইকে তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান করছি।
ক্যান্সার আক্রান্ত ইফতির মা যুগান্তরকে বলেন, গত নভেম্বর মাসে আমার মেয়ের ক্যান্সার ধরা পড়ে। প্রথমে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তার ক্যান্সার হয়েছে বলে জানা যায়। পরে ঢাকায় ডেলটা মেডিকেল কলেজ, সিএমএইচ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পর্যায়ক্রমে তাকে দেখানো হয়। তারাও হজকিন্স ক্যান্সার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সে এখন ক্যান্সারের ৪র্থ স্টেজে আছে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
সোনালি ব্যাংক অ্যাকাউন্ট নাম: নুরুল আম্বিয়া, অ্যাকাউন্ট নম্বর: ৫৬৩২৫০১০০৯৬১৮, সোনালী ব্যাংক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, সিলেট, মোবা: ০১৭৫১৫৭৭৬৩৫।
ডিবিবিএল অ্যাকাউন্ট নাম: আজিজুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর: ২০১১০৫১১৫৯৪, আম্বরখানা শাখা, সিলেট, মোবাইল: ০১৬৪৫৬৩০৫৩৪।