পাকিস্তানকে লজ্জা থেকে মুক্তি দিল ইংল্যান্ড

ওয়ানডে সিরিজেও চরম ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। ঘরের মাঠেই চাপে রয়েছে ইংলিশরা।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারা ইংল্যান্ড, ওয়ানডে সিরিজের শুরুতেই পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে।

মঙ্গলবার লন্ডনের কিংসটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ওভারেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৭ রানে ফেরেন প্রথমসারির চার ব্যাটসম্যান জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। জেসন রয়, জো রুট ও বেন স্টোকস ফেরেন শূন্য রানে। জনি বেয়ারস্টোর ৭ রান করার সুযোগ পান।

দলীয় ২৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করে ফেরান জসপ্রিত বুমরাহ। ৭.৫ ওভারে মাত্র ২৬ রানে প্রথমসারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে ইংল্যান্ড।

গত ২৫ বছর ধরে লজ্জার এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। ১৯৯৭ সালে কলম্বোয় ২৯ রানে পাঁচ উইকেট হারিয়েছিল পাকিস্তান।

ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সবচেয়ে কম রানে পাঁচ উইকেট হারানোর নতুন নজির গড়ল ইংলিশরা। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংল্যান্ড।

দলীয় ৫৩, ৫৯ ও ৬৮ রানে যথাক্রমে আউট হন মঈন আলী, জস বাটলার ও ক্রিস ওভারটন। ১৮ বলে ১৪ রান করেন মঈন আলী। ৩২ বলে ৩০ রান করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জস বাটলার। আর ৭ বলে ৮ রানে ফেরেন ওভারটন।

৬৮ রানে ৮ উইকেট পতনের পর শেষদিকে ডেভিড উইলি ও ব্রিডন ক্রিসের ২১ ও ১৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের হয়ে ৭.২ ওভারে মাত্র ১৯ রানে ৬ উইকেট নেন বুমরাহ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img