মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৫০ কোটি ডলার মূল্যের নতুন একটি অস্ত্র প্যাকেজ ইউক্রেনে পাঠানোর আদেশে স্বাক্ষর করেছেন। শুক্রবার বাইডেনের স্বাক্ষর করা এই প্যাকেজে থাকছে আরও চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ও গোলাবারুদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউক্রেন যখন রাশিয়ার ভারী কামানোর গোলা মোকাবিলা করছে যখন দেশটির সামরিক সামর্থ্য বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র এই নতুন সহযোগিতা পাঠাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকে রুশ সেনারা ক্রিমিয়া সংশ্লিষ্ট দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু ভূখণ্ড দখল করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। আক্রমণের এই পর্যায়ে রাশিয়া ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিচ্ছে। রাশিয়া এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছিুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নতুন চারটি হিমার্স পাঠানোর ফলে ইউক্রেনকে দেওয়া এই রকেট ব্যবস্থার সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।
তিনি বলেন, ইউক্রেন এখন সফলভাবে রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারছে। শুধু রণক্ষেত্র নয়, দূরবর্তী রুশ লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা ইউক্রেন অর্জন করেছে। তারা রাশিয়া কামান অভিযানে বাধা তৈরি করছে।
এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি হিমার্স ব্যবস্থা ও একটি অস্ত্রাগার ধ্বংস করেছে।
গত মাসে রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা না চালানোর নিশ্চয়তা কিয়েভের পক্ষ থেকে দেওয়ার পর যুক্তরাষ্ট্র অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠাতে শুরু করেছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনে হিমার্স ব্যবস্থা দিয়ে দেশটির ভূখণ্ডের বাইরে হামলা চালায়নি।
নতুন এই অস্ত্র প্যাকেজে হাউইটজার কামান ব্যবস্থার জন্য নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো এতদিন কিয়েভকে সরবরাহ করা হয়নি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। মস্কো এই অভিযানকে ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করেছে।
নতুন ৪০ কোটি ডলারের অস্ত্র সহযোগিতার ফলে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহযোগিতার পরিমাণ দাঁড়িয়েছে ৭.৩ বিলিয়ন ডলার।
ইউআর/