অতিরিক্ত জনস্রোতে ট্রেনের শিডিউল বিপর্যয়

পবিত্র ঈদুল আজহার আগে আজ শনিবার (৯ জুলাই) ট্রেনে ঈদ যাত্রার শেষ দিন। শেষ দিনে ট্রেনের যাত্রা বিলম্বের কারণে ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। রাজধানীর কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন সর্বোচ্চ ১২ থেকে সর্বনিম্ন এক ঘণ্টা দেরিতে যাত্রা করছে।

যাত্রীর অতিরিক্ত চাপের কারণে এই শিডিউল বিপর্যয় বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। শনিবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাসুদ সারওয়ার বলেন, ‘প্রথম তিন দিন ট্রেনের যাত্রার সময় সঠিক ছিল। বৃহস্পতিবার রাতে যাত্রা বিলম্বিত হতে শুরু করে। কারণ বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে হুড়মুড় করে স্টেশনে ঢুকতে শুরু করে। আমাদের ফোর্সগুলোর সমন্বিত চেষ্টার মাধ্যমে যাত্রীসাধারণকে ঠেকাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন থেকে যাত্রী নামাতে তো ৪-৫ ঘণ্টা লাগে। পরে ঢাকায় আসতে সকাল ৯টা লেগে যায়।’

মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আমাদের সবগুলো ট্রেন সামান্য বিলম্বে ছেড়েছে। শুধু আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও নীলসাগর ট্রেন সবচেয়ে বেশি বিলম্ব করেছে, ৮-৯ ঘণ্টা।’

তিনি জানান, আজ মোট ১৮ জোড়া ট্রেন চলবে ঈদ যাত্রীদের জন্য।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img