ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ এক মাসের বেশি সময়ের সফর শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ খেলেই জিম্বাবুয়েতে যাবেন তারা।
তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২২ জুলাই দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে এই সিরিজে যেতে চান না বলে বোর্ডকে জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি না গেলেও জিম্বাবুয়ে সফরে ‘শক্ত’ দল পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে।
দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই। সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। ’
‘সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে। ’
জিম্বাবুয়ে সফরকেও বোর্ড গুরুত্বপূর্ণ মনে করছে জানিয়ে জালাল বলেন, ‘আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়ত পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। ’
২৮ জুলাই হবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে।
এরপর ৩০ জুলাই দ্বিতীয় ও ০১ আগস্ট তৃতীয় ম্যাচ। এই ফরম্যাটের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার তিন দিন পর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচগুলো যথাক্রমে ৬ ও ৮ আগস্ট হবে। টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
ইউআর/