উইম্বলডনে অনন্য এক ইতিহাস গড়েছেন তিউনিসিয়ার টেনিস তারকা ওনস জাবির। চেক প্রজাতন্ত্রের মারিয়ে বুজকোভারকে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে।
ছেলে ও মেয়ে মিলিয়ে আরব দুনিয়া থেকে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা প্রথম খেলোয়াড় ওনস জাবির।
১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার কোয়েৎজারের পর আফ্রিকার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার নজিরও গড়লেন জাবির।
সেমিফাইনালে জাবিরের প্রতিদ্বন্দ্বী জার্মানির তাতানা মারিয়া। দুই সন্তানের জননী এই তাতানা আবার জাবিরের খুবই কাছের বন্ধুও। উইম্বলডনে দুজন একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি মারিয়ার দুই সন্তানের দেখাশোনাও করেন জাবির।
সেমিফাইনালে মারিয়ার মুখোমুখি হওয়া প্রসঙ্গে জাবির বলেন, আমি তাকে খুব ভালোবাসি। তাকে সেমিফাইনালে দেখে ভালো লাগছে। দুটি সন্তানের মা হয়েও সে সেমিফাইনালে উঠে এসেছে, দারুণ ব্যাপার।
২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলা জাবির নিজ দেশের মেয়েদের টেনিসে উঠে আসার প্রেরণা জোগাতে চান।
তিনি বলেন, আমি আশা করি, আমার পারফরম্যান্স দেখে অন্য মেয়েরাও উঠে আসার চেষ্টা করবে, তারা টেনিসে এসে আমার চেয়ে আরও ভালো করবে।
ইউআর/