ভিয়েতনাম সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনাম সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার দেশটিতে দুই দিনের এই সফরে যাচ্ছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় আসন্ন জি২০ সম্মেলনে আগে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের আমন্ত্রণে দেশটিতে এ সফরে যাচ্ছেন ল্যাভরভ।

এমন সময়ে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে যখন দুই দেশ তাদের ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের’ ১০ম বার্ষিকী পালন করছে।

রাশিয়া ভিয়েতনামের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। রুশ কোম্পানিগুলো দেশটির বেশ কয়েকটি বৃহৎ জ্বালানি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।

দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভিয়েতনাম এখনও পর্যন্ত ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। গত এপ্রিলে দেশটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img