উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত প্রদেশ কারাকালপাকস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত ও অপর ২৪৩ জন আহত হয়েছে। সোমবার উজবেক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বায়ত্তশাসন খর্বের পরিকল্পনার বিরুদ্ধে গত সপ্তাহ থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
দেশটির পুলিশ ন্যাশনাল গার্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিরাপত্তাবাহিনী ৫১৬ জনকে আটক করেছে। শুক্রবার বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। এদের অনেককে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন খর্বের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থাও জারি করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার প্রাদেশিক রাজধানী নুকুসে মিছিল বের করে বিক্ষোভকারীরা। তারা স্থানীয় সরকারি ভবন দখলের চেষ্টা করে। এতে সহিংসতা শুরু হয়। যা গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ।
আরাল সাগরের কূলে কারাকালপাকস্তান অবস্থিত। এখানে কারাকালপাকস জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীরা বাস করে। তাদের ভাষা কাজাখদের কাছাকাছি।
ইউআর/