লিসিচানস্কের পতন ঘটতে পারে: জেলেনস্কির উপদেষ্টা

ইউক্রেনের লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। গত কয়েকদিন ধরে ডনবাসের কৌশলগত শহরটি দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী।

তিনি বলেন, এটা বড় ধরনের একটা হুমকি। আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে।

উপদেষ্টা ওলেক্সি আরও বলেন, রাশিয়ান বাহিনী শিল্পাঞ্চল পূর্ব ডনবাসের ছয়টি শহর নিয়ন্ত্রণের নেওয়ার চেষ্টা করবে। তবে পশ্চিমা অস্ত্র সহায়তা ইউক্রেনে যত ঢুকবে চিত্রটা বদলে যাবে।

শনিবার (২ জুলাই) ইউক্রেনের পূর্ব লুহানস্কের লিসিচানস্ক শহর পুরোপুরি ঘিরে ফেলার দাবি করে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। তাদের এক মুখপাত্র আন্দ্রেই মারোচকো বলেন, ‘লুহানস্কের মিলিশিয়া ও রাশিয়ান বাহিনী সবশেষ কৌশলগত শহরটি দখল নিয়েছে। লিসিচানস্ক সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে’।

তবে এর কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার দাবি প্রত্যাখান করে নিজেদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার বার্তা দেয় ইউক্রেন। লিসিচানস্কের আশপাশে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভারী লড়াই চলছে বলেও জানায় কিয়েভ। সম্প্রতি ডনবাসের সেভেরোডনেস্কে দখরে করে নিয়েছে রাশিয়া। এর জন্য শহরটিতে ধ্বংসযজ্ঞ হামলা চালায় রুশ বাহিনী।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img