ভূমধ্যসাগরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তিনটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনগুলো একটি গ্যাসফিল্ডের দিকে যাওয়ার সময় শনাক্ত করা হয়।
শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় আকাশসীমার দিকে আসা তিনটি ড্রোনকে বাধা দেওয়া হয়। তবে ড্রোনগুলো সশস্ত্র ছিল না এবং কোনও ঝুঁকি সৃষ্টি করতে পারেনি। সূত্র জানিয়েছে, তিনটির মধ্যে একটিকে যুদ্ধবিমানের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। বাকি দুইটি যুদ্ধ জাহাজের মাধ্যমে।
এ ঘটনায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠি শনিবার জানিয়েছে, তারা তিনটি নিরস্ত্র ড্রোন উৎক্ষেপণ করেছে এবং মিশনটি সম্পন্ন করেছে। ‘বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে’। লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রায় সময় সংঘর্ষ ঘটে। দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা লক্ষ্য করা যায়।
ইউআর/