কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রো

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক সময়ের বিদ্রোহী নেতা গুস্তাভো পেত্রো। নির্বাচনে বিজয়ী হয়েই, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থী নেতা।

রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায় প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে রোডলোফো হার্নান্দোজকে হারিয়ে দিয়েছেন পেত্রো।

কলম্বিয়ার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক তথ্যমতে, এই নির্বাচনে ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন পেত্রো। নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পেয়েছেন ৪৭.২৬ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফলে কলম্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রটা বদলে যেতে পারে।

রাজধানী বগোতায় বিজয়ী ভাষণে ঐক্যের কথা শুনিয়েছেন ৬২ বছর বয়সী পেত্রো। তিনি বলেন, সরকার রাজনৈতিক ও আইনগত দিক থেকে বিরোধীদের শাস্তি দেওয়ার পথে হাঁটবে না। জনগণের প্রতি শ্রদ্ধা ও আলোচনাই হবে সরকারের পথ।

বামপন্থী পেত্রো সংস্কার কর্মসূচিকে সামনে রেখে ভোটে লড়েন। তিনি সাবেক এম ১৯ আরবান বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img