ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সোমবার রাত আটটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরর মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার বেশ কয়েকজন খেলোয়াড় কোভিড পজেটিভ হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই দলটির হয়েই চলমান আইপিএলে অংশ নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কবে হবে এই ম্যাচ, তা পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই)
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, খেলোয়াড়দের মধ্যে বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার লালোর সবার আগে টু্ইটারের মাধ্যমে বিষয়টি সবার সামনে আনেন।
দ্য অস্ট্রেলিয়ান ডট কমের এই সংবাদকর্মী বেশ কয়েকটি টুইট করেন। একটি পোস্টে তিনি জানান, দুইটি দলের তিনজন খেলোয়াড় ও একজন টেলিভিশন সম্প্রচারকারী কর্মী আক্রান্ত হওয়ার খবর শুনেছেন তিনি।
অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, করোনার থাবায় কলকাতা দলেল একাধিক সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
ব্যাঙ্গালুর ম্যাচটি কলকাতার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। শেষ চার নিশ্চিতের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হতো এউইন মরগ্যানের দলকেকে।
তার আগেই দলটির স্পিনার রুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়রে টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।