সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় দুজন আফগানির বিমান থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, নিহত দুজন আফগানি সংশ্লিষ্ট নীতি মানেনি।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো নতুন খবর নয়। অতীতে যুক্তরাষ্ট্র অনেক বার মার্কিন বাহিনীর অপরাধকে প্রশ্রয় দিয়েছে।
ওয়াং ওয়েন পিন আরও বলেন, মার্কিন বাহিনী ইচ্ছে মত হত্যা করতে পারে এবং অপরাধ থেকে রক্ষা পেতে পারে, যার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র শক্তিশালী। আফগানিস্তান ও ইরাকসহ নানা দেশের নাগরিকদের ইচ্ছে মতো হত্যা করা হয়, যার কারণ হচ্ছে সে দেশগুলো দুর্বল। এটাই যুক্তরাষ্ট্রের বরাবরের অবস্থান।
তিনি বলেন, তবে আধিপত্যবাদ দীর্ঘমেয়াদি হবে না। সমতা একদিন আসবেই। যুক্তরাষ্ট্র যে বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, তার বিচার করা হবে।
ইউআর/