ইভিএমে ‘জটিলতা’, ভোট না দিয়েই কেন্দ্র ছাড়ছেন ভোটাররা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ১২নং কাইকারটেক ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙ্গুলের চাপ দেওয়ার পরও কোনো তথ্য না আসায় বিরক্তি প্রকাশ করে ভোট না দিয়েই কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছেন ভোটাররা।

বুধবার বেলা ১১টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইকারটেক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের এ ঘটনা ঘটে।

ভোটাররা জানান, ইভিএমে আঙ্গুলের ছাপ দেওয়ার পর মেশিনে কোনো তথ্য আসছে না। এমন সমস্যার সম্মুখীন হয়ে ভোট না দিয়েই বাসায় ফিরে যাচ্ছেন তারা।
কাইকারটেক ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা বলেন, এ কেন্দ্রে ইভিএমে জটিলতার কারণে অনেক ভোটারদের তথ্য আসছে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, ভোটারদের বুঝাতে। তারা কেউ যেন ভোট না দিয়ে ভোট কেন্দ্র না ছাড়েন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img