কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালেই ভোট দিয়েছেন নির্বাচনি মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা হেভিওয়েট তিন মেয়রপ্রার্থী।
সকাল সাড়ে ৯টায় নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে ভোট দেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।
এ সময় তিনি বলেন, বিভিন্ন স্থানে কেন্দ্রে আসতে ভোটারদের বাধা দেওয়ার খবর আসছে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ যা আছে তা বহাল থাকলে তিনি বিজয়ে শতভাগ আশাবাদী বলেও জানান।
‘অন্য সব বিষয়’ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে ‘কিছু’ সমস্যা হচ্ছে বলে জানান কুমিল্লার দুবারের সাবেক এ মেয়র।
সাক্কু বলেন, ‘আমি তো ভোট দিয়া আইলাম। টিপ দিলে তো (প্রতীক) শো করবে, আপনি কাকে ভোট দিছেন শো করবে, কিন্তু এখানে শো করে না। একটা কেন্দ্রে গেছি, (প্রিসাইডিং কর্মকর্তাকে) বলছি।
কাপ্তানবাজার গেছি… ছবি উঠে না। যারেই ভোট দেই ছবিডা তো উঠব, (কিন্তু) ছবিই উঠে না। শুধু ইভিএম পদ্ধতিতে একটু ত্রুটি হচ্ছে, এইডাই কথা, অন্য কিছু না।’