মহাকাশ থেকে ফিরল চার নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশন শেষে চার নভোচারী পৃথিবীর বুকে চলে এসেছেন।

রোববার (২ মে) নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নোগুচিকে নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করে।

চারজনের মধ্যে সোইচি নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী। বাকি তিন জন যুক্তরাষ্ট্রের।

১৬৭ দিন তারা মহাকাশে অবস্থান করেছিলেন।

গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা বলেছে, বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করা হয়েছে।

নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারীদের বহন করে নিয়ে আসে ড্রাগন ক্যাপসুল।

২০২০ সালের নভেম্বরে ক্রু-১ নামের এই মিশন শুরু হয়েছিল। ২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রামের পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে প্রথম মানব অভিযান শুরু হয়।

মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব আনতে ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠিত হয়। অন্যান্য গ্রহে মানুষে বসবাস নিয়ে গবেষণা করাই এটির প্রধান উদ্দেশ্য।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img