রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন ৬০ থেকে ১০০-এর মতো সেনাসদস্যকে হারাচ্ছে ইউক্রেন। এছাড়া দৈনিক আহত হচ্ছে সামরিক বাহিনীর আরও প্রায় ৫০০ সদস্য। কিয়েভের নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের কাছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস-সহ দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা চাইছেন। যা দিয়ে শতাধিক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইউক্রেনীয় বাহিনী। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারে এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। এদিনের সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেন যে দূরপাল্লার অস্ত্র চেয়েছে সেটি নিয়েও এদিন কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন তার ভূখণ্ড রক্ষার জন্যই এগুলো চেয়েছে, রাশিয়ার ওপর হামলার জন্য নয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।
ইউআর/