পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজয়ী মমতার দল

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আসনে হারলেও বিপুল ভোটে জয় পেয়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস।

জয়ের পর রোববার সন্ধায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মমতা।

তিনি বলেন, এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।

মমতা বলেন, এই জয়ের জন্য তিনি প্রথমেই অভিনন্দন জানান রাজ্যবাসীকে। তাদের আশীর্বাদেই তৃণমূল এবার বিপুল ভোটে জয়ী হয়েছে। এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। এই জয় ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ২২১ আসনে জয়ের। আমরা এখন জয়ের পথে ২১৫টি আসনে।

মমতা বলেন, এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি।

সর্বশেষ খবর অনুযায়ী, রাজ্যের ২৯২টি আসনের মধ্যে তৃণমূল ২১৫টি আর বিজেপি জিতেছে ৭৫টি আসনে। সংযুক্ত মোর্চা মাত্র একটি আসনে।

তৃণমূলের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন। রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদির দল বিজেপি।

টুইটে মোদি বলেন, মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।

ভোট গণনা শেষ হয়ে আসলেও নন্দীগ্রাম নিয়ে অনেক নাটকীয় মোড় নেয়। নানা নাটকীয়তার পর এ আসনে মমতাকে হারিয়ে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বিজয়ী হওয়ার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

এক ঘোষণায় নির্বাচন কমিশন জানায়, নন্দীগ্রাম আসনে এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img