অশালীন আচরণ করে বরখাস্ত পিএসজি কোচ

নিজ দলের খেলোয়াড়দের সঙ্গে অশালীন ব্যবহার ও অসংগতিপূর্ণ আচরণের অভিযোগে কোচ ওলে নিকোলকে বাধ্যতামূলক ছুটিতে বরখাস্ত করে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর ধারণা, একাধিক মেয়ে ফুটবলারকে কুপ্রস্তাব দিয়েছিলেন ৬০ বছর বয়সী কোচ।

এক বিবৃতিতে ফরাসি ক্লাবটি জানিয়েছে, নারী ফুটবলাররা কোচের যেসব কর্মকাণ্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন, সে ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পেরেছি। তথ্য ও মন্তব্যগুলো সত্যি হয়ে থাকলে দুঃখজনক। এগুলো পিএসজির খেলোয়াড়সুলভ আচরণ ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমরা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। তথ্য-মন্তব্য নিয়ে তদন্ত চলবে। সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষার্থে নারী দলের কোচকে সমঝোতার মাধ্যমে ছুটিতে পাঠানো হয়েছে।

গত বছরের জুলাইয়ে পিএসজি নারী দলের দায়িত্ব পান ওলে-নিকোল। তার অধীনে দলটি এবার ফরাসি কাপ জিতেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img