নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার রাতে ঢাকার ডেমরার সারুলিয়ার হাজিনগর চেয়ারম্যান মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত তবারক উল্যাহর ছেলে।

বিষয়টি নোয়াখালী সিআইডির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া রুবেল হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর। রুবেলকে হাত কেটে হত্যা করেন জাহাঙ্গীর ও তার সহযোগীরা। গ্রেফতার এড়াতে তিনি তিন বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিআইডি তাকে গ্রেফতার করে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img