তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, পশ্চিমবঙ্গে যারাই সরকার গঠন করুক, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে।
রবিবার (২ মে) রাজধানীর মিন্টু রোডে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন তাদের আভ্যন্তরীন বিষয়, যারাই সরকার গঠন করুক না কেন বাংলাদেশ-ভারতের গভীর সম্পর্ক অটুট থাকুক এবং ভারতের গণতন্ত্রের বিজয় হোক এটাই প্রত্যাশা।
এসময় মামুনুল হক প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মামুনুল হকের কথিত স্ত্রী মামলা করার পর দিবালোকের মতো স্পষ্ট সে দুষ্কর্ম করেছে। তিনি বলেন, যারা ফতোয়া দিয়ে এই বিয়ে টাকে বৈধতা দেয়ার চেষ্টা করেছিলো তারাও এই দুষ্কর্মের সহযোগী।