সম্প্রতি কুমিল্লা, শ্রীমঙ্গল, বিয়ানীবাজারসহ আরও কয়েকটি অঞ্চল দিয়ে ভারত থেকে প্রায় তিনশ’র মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রবিবার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘আমরা আজ এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছি। যাতে করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়।’
বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীও গত সপ্তাহে উদ্বেগ প্রকাশ করেন।
ইউআর/