ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
খবর বলা হয়, একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফ্রান্সের ৩৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ফ্রান্স এপ্রিলে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। এ সময় ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার প্রায় তিনশ’র বেশি কূটনীতিককে বহিষ্কার করেছিল।
গত মাসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার ছয় এজেন্টকে কূটনীতিক হিসেবে দাবি করে তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তদন্তে পাওয়া যায়, তারা ফ্রান্সের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছিলেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে রুশ কূটনীতিকদের বহিষ্কার। তবে রাশিয়াও থেমে নেই। দেশটিও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img