ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে: জেলেনস্কি

ইউক্রেনে আক্রমণ করার জন্য ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনীয়রা আমাদের মাতৃভূমিকে রক্ষা, বিজয় এবং ন্যায়বিচার বহালের জন্য লড়াই করে যাব। দখলদারদের থেকে ইউক্রেনকে আজ, আগামীকাল অথবা যে কোনো দিন মুক্ত করা প্রয়োজন।

এর আগে গতকাল নাৎসিবাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির ৭৭তম বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জয়ী হবো।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্ব পুরুষরা যে অবদান রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে নিহত হয়েছিল ইউক্রেনের ৮০ লাখেরও বেশি মানুষ।

জেলেনস্কি বলেন, খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। তখনও আমরা বিজয়ী হয়েছিলাম, এখনও বিজয়ী হবো। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img