নিজ দলের কর্মীদের কাছে কালো পতাকা দেখলেন চিদাম্বরম

মেট্রো ডেয়ারি মামলায় বিবাদী পক্ষের হয়ে সওয়াল করতে এসে কলকাতা হাইকোর্টে নিজের দলের সমর্থক আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম। একজন নারী আইনজীবী তাকে তৃণমূলের দালাল বলে তার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। কংগ্রেস সমর্থিত আইনজীবীরাও কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে।

তৃণমূলের হয়ে মামলা লড়তেই কলকাতায় এসেছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। মেট্রো ডেয়ারির মামলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সওয়াল করেন তিনি। তারপরই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা।

তাদের দাবি, কংগ্রেস নেতা অধীর চৌধুরী একটি বেআইনি লেনদেন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। সেখানে পি চিদাম্বরম কী করে বিবাদী পক্ষের হয়ে সওয়াল করেন। অধীরের আইনজীবী কৌস্তভ বাগচি চিদাম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করেন।
এই নাটক চরমে পৌঁছায় যখন একজন নারী আইনজীবী সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে তেড়ে যান। সুমিত্রা নিয়োগী নামের ওই নারী প্রথমে চিদাম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে নিজের কোট খুলে তেড়ে যান সাবেক মন্ত্রীর দিকে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img