ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ১ হাজারের বেশি রুশ ট্যাংক ধ্বংস করেছে তার সেনাবাহিনী। পাশাপাশি ২০০ যুদ্ধ বিমান ও আড়াই হাজারের মতো রাশিয়ার সাঁজোয়া যান রয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
জেলেনস্কি বলেন, এসব ধ্বংস হওয়ার সত্বেও আরও হামলা চালাতে রাশিয়ার কাছে সামরিক সরঞ্জাম রয়েছে। দখলদারদের কাছে অনেক অস্ত্র সংরক্ষণ আছে। হ্যাঁ, তারা এখনও আমাদের ভূখণ্ডে মিসাইল হামলা অব্যাহত রেখেছে। তবে এই যুদ্ধে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে মস্কোয় কুচকাওয়াজ প্রদর্শনে কম সামরিক সরঞ্জাম নিয়েই করতে হবে।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এ বছরের ৯ মে রাশিয়া বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজের পরিকল্পনা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কাছে আত্মসমর্পণের স্মরণে রেড স্কোয়ারে ঐতিহাসিক দিবসটিতে কুচকাওয়াজ প্রদর্শন হয়ে থাকে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে অভিযানের শুরু থেকে রাশিয়া এরই মধ্যে ২৩ হাজার যোদ্ধা হারিয়েছে। যদিও এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যম সিএনএন। তবে সম্প্রতি হতাহতের সংখ্যা স্পষ্ট না করলেও রাশিয়া উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ইউআর/