হঠাৎ টেস্ট দলে মোসাদ্দেক

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার বদলে নেওয়া হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে। নতুন করে শুক্রবার আবার দলভুক্ত করা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। অথচ লংগার ভার্সন ক্রিকেটে মাত্র তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। তবু কেন মোসাদ্দেককে দলে অন্তর্ভুক্ত করা? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাটিং অলরাউন্ডার বলেই তাকে বিবেচনা করা হয়েছে।

মুঠোফোনে প্রধান নির্বাচক বলেছেন, ‘একজন অলরাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কিছু না করেই টেস্ট দলে ফিরলেন মোসাদ্দেক। ২০১৯-২০২০২০-২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। ২০১৯-২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংসে ২৬ গড়ে ১০৪ রান করেন। আর ২০২০-২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে ৩৭.৫০ গড়ে ১৫০ রান করেন মোসাদ্দেক।

তার টেস্ট অভিষেক হয় ২০১৭ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচে। অভিষেকে খেলেন ৭৫ রানের দারুণ ইনিংস। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষেই ৫৩ বলে খেলেন অপরাজিত ৮ রানের লড়াকু ইনিংস। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে ৮২ বলে উপহার দেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। পরের ইনিংসে তিনে নেমে ব্যর্থ হলে জায়গা হারান এই ব্যাটিং অলরাউন্ডার।

তবু তার ওপর আস্থা রাখছেন নির্বাচকরা। প্রধান নির্বাচকের মতো আরেক নির্বাচক হাবিবুল বাশারও শোনালেন একই কথা, ‘আমাদের মনে হয়েছে যদি চার বোলার নিয়ে নামি, তাহলে লোয়ার অর্ডারে এমন একজন প্রয়োজন যিনি ব্যাট করতে পারেন।’

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img