বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

শুক্রবার উপজেলার লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার এসব নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এ তালহা ও তত্বাবধায়ক জেলা জাতীয় পার্টির ঘোষিত নতুন সদস্য ব্যারিস্টার আশিক হোসেন ফুল দিয়ে নবাগতদের বরণ করেন।

লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আ. আজিজ, ইসরাইল হোসেন, পল্লী চিকিৎসক জাফরুল্লাহ, সেন্টু, আড়বাব ইউনিয়নের আঃ আলেক, দুদদুড়িয়া ইউনিয়নের মোনায়েম হোসেন, বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের গোলাম মোস্তফার নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মীরা জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।

এর আগে এসব নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপা নেতা জামাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জাপা নেতা পৌর কাউন্সিলর আ. গণির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জাপার কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন মৃধা, নাটোর সদরের জাপা নেতা আ. কাইউম, লালপুরের রাশিদুল ইসলাম, নলডাঙ্গার মুক্তার হোসেন প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img