পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, ‘আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার বাগাড়ম্বরের কথা উল্লেখ করে জন কিরবি বলেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না।
উল্লেখ্য, সম্প্রতি পারমাণবিক যুদ্ধের ‘গুরুতর ও বাস্তব’ ঝুঁকিকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘এই ঝুঁকি এখন যথেষ্ট। বিপদ গুরুতর ও বাস্তব। এর অবমূল্যায়ন করা আমাদের উচিত হবে না।’
ইউআর/